সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Proval Logo

মাংকিপক্সের লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য  অধিদফতরে যোগাযোগের অনুরোধ

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৮:৩৪ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : পাকিস্তানে মাংকিপক্স ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বর দুটিতে যোগাযোগ করে সন্দেহভাজনদের তথ্য জানাতে বলা হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এমপক্স (মাংকিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুঁসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। 
মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে এটি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার শরীরে এর কোনও লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সংবাদ সম্মেলন