বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
Proval Logo
বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

১৭ দিনে এলো ১১৪ কোটি ৪২ লাখ ডলার

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৪   ১১:০৮ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট :বৈধ পথে রেমিট্যান্স আসা ফের ‍ঊর্ধ্বমুখী হয়েছে। শেখ হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে স্বৈরতন্ত্রের বিরোধিতার অংশ হিসেবে প্রবাসীরা রেমিট্যান্স না পাঠানোর প্রচারণায় অংশ নেন। যা ওই সময় বড় ধাক্কা হিসেবে উঠে আসে। হাসিনা সরকারের পতনের পর তা আবার বৃদ্ধি পেয়েছে। আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।

অর্থাৎ আগস্টের প্রথম ১৭ দিনে বৈধ পথে পথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।

এই সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার।

এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে জুলাই মাসে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা; যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া স্বাভাবিক সময়ে দৈনিক যেখানে ৭ থেকে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, জুলাইয়ে তা ১ কোটি ডলারে নেমে আসে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন