শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
Proval Logo

ইউরো চ্যাম্পিয়ন হয়ে কত পেল স্পেন

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৪   ১২:৪২ এএম
webnews24

প্রভাত ডেস্ক : ইউরোর শ্বাসরুদ্ধকর ফাইনালে ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে ২-১ গোলে জয় পেয়েছে স্পেন।রোববার রাতে জার্মানির বার্লিনে ব্রিটিশদের হারিয়ে ইউরোপের প্রথম দল হিসেবে চতুর্থ ইউরো জিতেছে স্পেন। ২০১২ সালের পর ফের ইউরোপিয়ান সিংহাসনে বসেছে লা ফুয়েন্তের দল।

জার্মানির বার্লিনে ইউরো চ্যাম্পিয়ন হয়ে বড় অঙ্কের টাকা পেয়েছে চ্যাম্পিয়ন স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।

রানার্সআপ হয়ে ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮৫ কোটি টাকা। এবারের ইউরো আয়োজিত হয়েছে মোট ২৪টি দল নিয়ে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন