• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

গাজীপুর সিটি নির্বাচন: অবশেষে জাহাঙ্গীরের মঞ্চে আজমত উল্লা

প্রভাত রিপোর্ট / ১১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের দুইদিন পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচরাণায় নামলেন মনোনয়ন বঞ্চিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। নানা আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার প্রচারণায় অংশ নিয়ে আজমত উল্লা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন নগরবাসীকে।

একই মঞ্চে জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার মধ্য দিয়ে এদিন আজমত উল্লা খান আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।

নৌকার প্রার্থী জাহাঙ্গীরের প্রচরাণায় আজমতকে দেখে হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

বেলা সাড়ে ৩টায় মহানগরের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন। বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা রাজি আছি।

দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। পরে ওই দুই নেতা ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।

সূত্র: সমকাল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও