• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতবিাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এ আর রহমান কেমন আছেন? জানালেন ছেলে আমাকে এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না, ক্ষুব্ধ সায়রা বানু অত্যধিক বাজেটেই আটকে গেল কৃষ ফোর গুজব নিয়ে এবারের ইত্যাদিতে বিশেষ আয়োজন স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, ‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব’ ১৫ দিনে প্রবাসী আয় এলো ১৬৫ কোটি ডলার শ্রীপুরে ইন্টারনেট ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেরিন ইঞ্জিনিয়ার হত্যা মামলার আসামী স্ত্রী, বিচারের দাবিতে মায়ের আকুতি

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় একটি গাড়িতে আগুন দেয় তারা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়।
সোমবার সকালে ৮টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মৃত ওই নারী পোশাক শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের ছাদ থেকে লাফিয়ে গতকাল রাতে আত্মহত্যা করেন এক নারী শ্রমিক। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কারখানার ভেতরে থাকা একটি গাড়ি মহাসড়কের ওপর এনে আগুন দেয় তারা।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৩টার দিকে কারখানা সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এরকম অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাহিরে থাকা কয়কটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও