• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার এপ্রিলে ঢাকায় শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বিডা অর্থবছরের আট মাসে এডিপি ব্যয় এক দশকে সর্বনিম্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে তুলা ব্যবসায়ীদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেবে সরকার এবার কমলা, আপেল, নাশপাতি ও আঙুরে শুল্ক হ্রাস সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ভারতে ব্যাপক সহিংসতা, কারফিউ মুঠোফোনে হিজবুল্লাহ নেতার ছবি, চিকিৎসককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল গাজায় যে কারণে ধসে পড়ল যুদ্ধবিরতি চুক্তি ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝেছি, আমি কৃতজ্ঞ: জেলেনস্কি

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

প্রভাত ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ‘কৃতজ্ঞ’ না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর, এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ‘যুক্তরাষ্ট্রের গুরুত্ব বোঝেন’ এবং সব সহায়তার জন্য ‘কৃতজ্ঞ’। সোমবার (৩ মার্চ) এক্সে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। খবর এনডিটিভি’র।
যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’ না হওয়া এবং তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানো নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্‌বিতণ্ডার দু’দিন পর এক্সে এই ভিডিও বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। লন্ডনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক শীর্ষ সম্মেলনে যোগদানের পর তিনি বলেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই যেদিন আমরা কৃতজ্ঞতা অনুভব করিনি।
জেলেনস্কি আরও বলেন, ‘সবাই মূল ইস্যুতে ঐক্যবদ্ধ – শান্তির জন্য সত্যিকারের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। এবং এটি গোটা ইউরোপের অবস্থান – সমগ্র মহাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কসহ।’ অন্তহীন যুদ্ধ নয়, আমাদের শান্তি দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্যই আমরা বলি নিরাপত্তার নিশ্চয়তাই এর মূল চাবিকাঠি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও