আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝেছি, আমি কৃতজ্ঞ: জেলেনস্কি
প্রকাশের তারিখঃ ৩ মার্চ, ২০২৫
প্রভাত ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ‘কৃতজ্ঞ’ না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর, এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ‘যুক্তরাষ্ট্রের গুরুত্ব বোঝেন’ এবং সব সহায়তার জন্য ‘কৃতজ্ঞ’। সোমবার (৩ মার্চ) এক্সে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। খবর এনডিটিভি’র।
যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’ না হওয়া এবং তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানো নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্বিতণ্ডার দু’দিন পর এক্সে এই ভিডিও বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। লন্ডনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক শীর্ষ সম্মেলনে যোগদানের পর তিনি বলেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই যেদিন আমরা কৃতজ্ঞতা অনুভব করিনি।
জেলেনস্কি আরও বলেন, ‘সবাই মূল ইস্যুতে ঐক্যবদ্ধ - শান্তির জন্য সত্যিকারের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। এবং এটি গোটা ইউরোপের অবস্থান - সমগ্র মহাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কসহ।’ অন্তহীন যুদ্ধ নয়, আমাদের শান্তি দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্যই আমরা বলি নিরাপত্তার নিশ্চয়তাই এর মূল চাবিকাঠি।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.