• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

প্রভাত রিপোর্ট / ৩৪ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় একটি গাড়িতে আগুন দেয় তারা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়।
সোমবার সকালে ৮টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মৃত ওই নারী পোশাক শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের ছাদ থেকে লাফিয়ে গতকাল রাতে আত্মহত্যা করেন এক নারী শ্রমিক। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কারখানার ভেতরে থাকা একটি গাড়ি মহাসড়কের ওপর এনে আগুন দেয় তারা।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৩টার দিকে কারখানা সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এরকম অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাহিরে থাকা কয়কটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও