আজ
|| ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’
আজ মঙ্গলবার সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.