• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন বাগেরহাটের কচুয়ায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ শীতে অগ্নিদুর্ঘটনা রোধে জনসচেতনতা কার্যক্রম করছে ফায়ার সার্ভিস সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত : ড. কামাল হোসেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছেন ইলন মাস্ক? রাজনৈতিক কর্মসূচিতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী বিটরুটের ১০ উপকারিতা, যেভাবে বিটরুট খাওয়া কিডনির জন্য নিরাপদ সাফারি পার্ক থেকে লেমুর চুরি, আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য গ্রেফতার ভোটে ধর্মের ব্যবহার না করাসহ সাত দাবি হিন্দু মহাজোটের

প্রথমবারের মতো ইয়েমেনে এসি রপ্তানি করলো মার্সেল

প্রভাত রিপোর্ট / ৩৫১ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

প্রথমবারের মতো এসি রপ্তানি কার্যক্রম শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ইনভার্টার প্রযুক্তির সোলার হাইব্রিড এসি রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি।
মার্সেল এসি’র চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মার্সেল এসি। দেশের চাহিদা মিটানোর পাশাপাশি বৈশ্বিক বাজার সম্প্রসারণে প্রতি গুরুত্ব দিয়েছে মার্সেল। এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এসি রপ্তানির মধ্য দিয়ে বৈশ্বিক বাজার সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছি আমরা।
তার মতে, সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় বৈশ্বিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে মার্সেল এসি। ফলে ইয়েমেনের বাজারে মার্সেল ব্র্যান্ডের এসি অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।
মার্সেল গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, চলতি বছরের ২৩ জানুয়ারি ইয়েমেনে উদ্দেশ্যে মার্সেল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। ইয়েমেনের সুপরিচিত একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মাধ্যমে দেশটির বাজারে মার্সেল এসি বিপণন ও বিক্রয় পরিচালিত হবে বলে জানান তিনি।
মার্সেল গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, ইয়েমেনে রপ্তানিকৃত মার্সেলের সোলার হাইব্রিড এসিটি সুপার সেভিং মডেলের। এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। এতে আরো ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধক কোটেক ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রযুক্তি। এই এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে সিএফসি এবং এইচসিএফসি গ্যাসমুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও