আজ
|| ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
বনি-কৌশানীর বিয়ের সানাই বাজবে কবে!
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৫
টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।
এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকাজুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি।’
অভিনেতার মায়ের কথায়, ‘ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে?’ পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা ছবির কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না।
বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, ‘মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।
কৌশানী ভাষ্য, ‘জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.