• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

আইসিটি স্টেকহোল্ডারদের ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩৫৭ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

প্রভাত ডেস্ক

গত ৩ মার্চ ২০২৫, আইসিটি স্টেকহোল্ডারদের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আইসিটি স্টেকহোল্ডারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঢাকায় ৪টি এবং চট্টগ্রামে ১টি—মোট ৫টি ইফতার পার্টির আয়োজন করবেন। প্রথম পর্বে উত্তরা, মিরপুর ও আশপাশের মেম্বারদের মধ্যে অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মেম্বার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন মো: আহসান হাবীব, ব্যবস্থাপনা পরিচালক, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিঃ, ইঞ্জি: মো: জুয়েল, চেয়ারম্যান, ট্রাস্ট আইটি বিডি লি:, মো: সামিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইউবিক কর্পোরেশন লিমিটেড, মো: মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ও এস আইটি সলিউশনস লিমিটেডসহ কয়েকজন আমন্ত্রিত অথিতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক আহমেদ, সি ই ও , আই সি এস সিস্টেম সলিউশনস ।
আলোচনা অনুষ্ঠানে মেম্বারদের জন্য বেশ কিছু প্রস্তাবনা করা হয়। যেমন :
১.⁠ ⁠ভ্যাট, ট্যাক্স মওকুফ এবং প্রণোদনা ও অনুদান সহজীকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ ও এই বিষয়ে স্বার্থ রক্ষা।
২.⁠ ⁠পরিবর্তিত পি পি আর খসড়া নির্ধারণ ও উপস্থাপন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বার্থ রক্ষার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বাধ্য করণ।
৩.⁠ ⁠গত ১৭ বছরে সব থেকে দুর্নীতিগ্রস্থ খাত ও সর্বজনীন খাত হওয়ায় এই খাতে এওয়ারনেস তৈরি করণ। যে কোনো অসঙ্গতিতে সম্মিলিত প্রতিবাদ ও ফলাফল ছিনিয়ে আনা।
৪.⁠ ⁠নতুন প্রজেক্সের প্রস্তাবনা তৈরি, পুরনো ইনকমপ্লিট প্রোজেক্ট কমপ্লিট করতে কোম্পানিসমূহের সংশ্লিষ্টতা নিশ্চিতকরণ, সরকারের সাথে কোলাবরেশন তৈরি ও সরকারকে ভেন্ডর হওয়া থেকে নিরুৎসাহিত করা এবং তা নিশ্চিত করা
৫.⁠ ⁠বেসিস সংস্কার প্রস্তাবনা খসড়া নির্ধারণ ও উপস্থাপন এবং তা বেসিসকে দেওয়া
৬.⁠ ⁠আইসিটি সংসার প্রস্তাবনা খসড়া নির্ধারণ ও তা নিশ্চিত করে সরকারের সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানো এবং তা নিশ্চিত করা
৭.⁠ ⁠বিদেশি কোম্পানির আগ্র্রাসন থেকে দেশি সফটওয়্যার শিল্পকে রক্ষার্থে সফটওয়্যার আমদানি বন্ধ ও অবৈধ বিদেশি জনবল ফেরত পাঠানো নিশ্চিত করা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও