আজ
|| ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমীন রনির দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
লিয়াকত হোসেন জনী , মধুপুর :
হাজারো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমালেন তেমনি একজন, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহিত তরুণ সেচ্ছাসেবক রুহুল আমীন রনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ২৩ বছর। মঙ্গলবার ৪ মার্চ যোহরের নামাজের পর মধুপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী টেংরী ঈদগাহ ও গোরস্থান মাঠে হাজার হাজার মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির ঢাকার কেন্দ্রীয় কো-অর্ডিনেটর আতিকুর রহমান, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোনতাজ আলী, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সনাকের সভাপতি ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি আনন্দ মোহন কলেজেের শিক্ষক মন্ডলী -শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ হাজারো শুভাকাঙ্ক্ষী।
মধুপুর পৌর এলাকার টেংরি গ্রামের সোলাইমান হোসেনের একমাত্র ছেলে মরহুম রুহুল আমীন রনি ছিলো সদা হাস্যোজ্জল অকুতোভয় একজন সেচ্ছাসেবী। টিআইবির সাবেক ইন্টার্ন ও সাবেক এবং বর্তমান ইয়েস দলনেতা, মধুপুর নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য, অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মডারেটর, নব দিগন্ত ব্লাড গ্রুপের সেক্রেটারি জেনারেল, মধুপুর জুনিয়র ফুটবল ক্লাবের সদস্য এবং নিয়মিত একজন রক্ত দাতা। ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজেের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে সদ্য অনার্স শেষ করেছে এ সেচ্ছাসেবী রনি। মৃত্যু কালে সে পিতা-মাতা, এক ছোট বোন ও ভগ্নিপতি সহ তার অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রনির মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
উল্লেখ যে, টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ২৭ (ফেব্রুয়ারী) দুপুরে ট্রাক,ভ্যান ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হয় এবং ঐদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। এদিকে রুহুল আমীন রনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৩ মার্চ সোমবার রাত ৯ টায় ঢাকার নিউরো মেডিসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এ নিয়ে এই দূর্ঘটনায় তিনজন নিহত ও দুই জন আহত হয়। নিহতরা হলেন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের মৃত শুইখা জোয়ার্দারের ছেলে অটোরিকশা চালক গফুর (৫৫), টেংরী এলাকার সোলাইমানের ছেলে সেচ্ছাসেবী রুহুল আমীন রনি ( ২৩) , পিরোজপুর এলাকার খোরশেদ আলীর ছেলে সেচ্ছাসেবী রুহুল আমিন (২৩), আহতরা হলেন আউশনারা ইউনিয়নের ইদিলপুর এলাকার সেচ্ছাসেবী ও জাতীয় জয়িতা বিজয়ী সুমী আক্তার(১৮) ও পঁচিশা এলাকার আন্তাজ আলীর ছেলে জামাল উদ্দিন (২৮)।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.