আজ
|| ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নাজিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৫
মো. বাবুল সেখ, পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬মার্চ ) সকাল ১১টায় নাজিরপুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে অফিস কক্ষে এক নান্দনিক পরিবেশে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাজিপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, নির্বাহী সদস্য সঞ্জীব কুমার রায়, প্রচার সম্পাদ সফিকুল ইসলাম সোহেল,প্রেসক্লাব সদস্য এস এম মাজেদুল কবির রাসেল সহ প্রমুখ।
এসময় অরুপ রতন সিংহ বলেন, নাজিরপুর প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এ উপজেলার মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা কখনোই ভুলার নয়। যেখানেই থাকি এখানের মানুষের কথা আমার মনে থাকবে।
প্রেসক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থেকে প্রেস ক্লাব উন্নয়নে সরকারি যে প্রকল্প দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ।উল্লেখ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ নাজিরপুর প্রেসক্লাব সংস্কারে যে ভূমিকে রেখেছেন তা আমাদের মাঝে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.