আজ
|| ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
সালমানের ‘সিকান্দার’ মুক্তির আগেই বড় চমক
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৫
বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। যা আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে। তবে মজার বিষয় হলো, মুক্তির আগেই এআর মুরুগাদোস পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই ১৬৫ কোটি টাকা আয় করেছে। যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে ‘সিকান্দার’ প্রথম দিন থেকেই আয় করতে চলেছে।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকান্দার’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘সিকান্দার’ সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। যে ছবির জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে।
তবে যদি ছবিটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তাহলে ওটিটিতে মুক্তির জন্য এই চুক্তি ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
নির্মাতারা ‘সিকান্দার’-এর স্যাটেলাইট রাইটসের জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার চুক্তি করেছে। গানের রাইটসের জন্য ‘জি মিউজিক’-এর সঙ্গে ৩০ কোটি টাকার চুক্তি হয়েছে।
মুক্তির আগেই সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি সিনেমার রাইটস-এর বাইরে ১৬৫ কোটি টাকা আয় করেছে। ছবিটি মুক্তির পর এই সংখ্যা ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে। যা ছবির বক্স অফিস আয়ের উপর নির্ভর করবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.