• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

তিন দিন পর উদ্ধার হলো মাথাবিহীন নারীর মাথা

প্রভাত রিপোর্ট / ৩১ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মাথাবিহীন নারী হাসিনা বেগম (৪৩) এর মরদেহ উদ্ধারের তিন দিন পর মাথা উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তের ৯২৫ নং আন্তর্জাতিক সীমানা পিলারের আনুমানিক দুইশত পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি তামাক ক্ষেতে গর্ত করে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ফুলগাছ এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টা ক্ষেতে নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।এরপর বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক, তিনি সাংবাদিকদের নিহত নারীর পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।এ ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তার সতিন মেহেরুন বেগমকে (৪৭) কে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে শনিবার দুপুরে দূর্গাপুর সীমান্তের কুটিবাড়ী এলাকায় লালমনিরহাট সদর থানার (ওসি) তদন্ত বাদল কুমার মন্ডলের নেতৃত্বে তল্লাশি চালিয়ে একটি তামাক ক্ষেতে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন,এ ঘটনায় ভুট্টা ক্ষেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত হাসিনা বেগমের সতিন মেহেরুন বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যমতে শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তের একটি তামাক ক্ষেতে মাটিতে গর্ত করে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়। ঘাতক স্বামী আশরাফুলকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও