আজ
|| ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৫
খন্দকার আব্দুল আলীম , নালিতাবাড়ী : “অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুম তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ববি। ইয়েস সদস্য অভিজিৎ সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, সনাক সহ-সভাপতি মশিউর রহমান, সদস্য আলপনা রানী সাহা, সুচিত্রা চিশ্রাম, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, এসডিএফ এর ক্লাস্টার কো-অর্ডিনেটের, ইয়েস সদস্য অমা রানী দেবসেন প্রমুখ। এসময় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, স্যোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা , কারিতাস, ব্র্যাক, সালোমসহ বিভিন্ন সরকারি বেসরকারি এবং এনজিও প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.