• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

সাউথইস্ট ব্যাংক ও ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: সম্প্রতি, সাউথইস্ট ব্যাংক পিএলসি. ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন ব্যাংকিং সেবা যেমন, পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করবে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের জেনারেল ম্যানেজার ঝেং শুইয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্র বিনিময় করেন। এই অংশীদারিত্ব ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের আর্থিক কার্যক্রম সহজতর করবে, যার মধ্যে রয়েছে বেতন পরিশোধ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, কর্পোরেট পেমেন্ট স্বয়ংক্রিয় করা এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করা। সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের কর্মীরা নিরাপদে এবং সময়মতো তাদের বেতন পাবেন, পাশাপাশি অতিরিক্ত ব্যাংকিং সুবিধাও উপভোগ করতে পারবেন। এছাড়াও, কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে সহজেই বিক্রেতাদের অর্থ প্রদান, তহবিল স্থানান্তর এবং অন্যান্য আর্থিক লেনদেন করা যাবে। এই উপলক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “আমরা ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত, যা বাংলাদেশের চামড়া শিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই অংশীদারিত্ব আমাদের কর্পোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনিভর ব্যাংকিং সমাধান প্রদানের প্রতিশ্রুতি প্রকাশ করে, যা তাদের আর্থিক কার্যক্রমকে আরও দক্ষ করবে। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি করবে এবং আমাদের অংশীদারদের আর্থিক দক্ষতা বৃদ্ধি করবে।”
সাউথইস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদুল আমিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও