আজ
|| ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুরু হচ্ছে দুইদিনের ‘ঈদ বস উৎসব”
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঈদ কেনাকেটায় সবার জন্য আকর্ষণীয় এবং সহজলভ্য করে তুলতে ‘গ্লা উইথ রোদেলার ফেসবুক পেজের’উদ্যক্ততায় শুরু হচ্ছে দুইদিনের ‘বস ঈদ উৎসব মেলা ২০২৫’। ক্রেতারা যেন খুব সহজেই তাদের পছন্দের জিনিস ক্রয় করতে পারেন সেটিই থাকবে এই মেলার মূল আকর্ষণ। কাল সকাল দশটায় এই মেলার উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব এবং মোটিভেশনাল স্পিকার চন্দা মাহজাবিন। দুইদিনের এই মেলা সকাল দশটা থেকে চলবে রাত নয়টা পর্যন্ত।
মিরপুর ১১ নম্বরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার মূল বৈশিষ্ট থাকবে দেশী ও বিদেশী উদ্যেক্ততাদের বিভিন্ন পন্ন। আর বস ঈদ উৎসব এই মেলাটি স্পন্সর করেছে পর্যটন শহর কক্সবাজার শহরের হোটেল লজ রেসিডেন্সিয়াল, সাভারের এম আর এর কনভেশন সেন্টার এবং ইন্টিমেট ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড। ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। থাকছে হোটেল লজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দুই রাত তিনদিন থাকার সুবিধা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.