• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

গণমাধ্যম কর্মীকে হুমকি দেয়ায় মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
oplus_0

প্রভাত সংবাদদাতা, গাজীপুর উত্তর: গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ইত্তেফাকে রিপোর্ট করায় সাংবাদিকের হাত কেটে ফেলাসহ হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন। গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি সহ স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগের নেতা এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পলাতক উপাধ্যক্ষ নুরুন্নবী আকন্দের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকে “শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, হিসাবের নথিপত্র নিয়ে লাপাত্তা উপাধ্যক্ষ, ছয়টি নোটিশ দিয়েও মিলেনি জবাব” শিরোনামে ২৩ ফেব্রুয়ারী একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হওয়ায় গত ১২ মার্চ রাতে ফেসবুকের Akndgity Sreepur নামক আইডি থেকে দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধির ফেসবুক আইডি M M Faruque -এ লেখনি হাত কেটে ফেলাসহ হত্যার হুমকী দেওয়া হয়। এ ব্যাপারে সাংবাদিক এম এম ফারুক শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই হুমকী ধামকী দেওয়ার প্রতিবাদে শনিবার (১৫ মার্চ) শ্রীপুর ও গাজীপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা শ্রীপুর থানার সামনে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের জন্য দাবী জানিয়ে প্রশাসনকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও