• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

শ্রীপুরে ইন্টারনেট ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর উত্তর : গাজীপুরের শ্রীপুরে ইন্টারনেট কেবল ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।১৫ মার্চ শনিবার বেলা সাড়ে বারোটার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন দরগার চালার মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী ওয়েবলিংক কিমিউনিকেশন ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ছাদেক হোসেন জানান, জোরপূর্বক ভাবে ইন্টারনেট কেবল ব্যবসা দখলে নেয়ার জন্য একই এলাকার মানিক মিয়া, মোকাররম হোসেন, শাজাহান, জোনায়েত, মাহবুব, মুকবুল হোসেন, আলামিন, শিপলু, ফয়সাল, বারেক,সহ সবাই আমার উপরে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ হামলার ঘটনায় দরগারচালা গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে ছাদেক হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও