আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে সনাকের মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৫
হাসিবুর রহমান, বাগেরহাট : বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ নেয়।
সনাকের জেলা সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সনাকের জেন্ডার ও সুরক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী ডেইজী আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সনাক সহ-সভাপতি ফিরোজা নাসরিন ডলি, শেখ মুজিবুর রহমান, সদস্য বাবুল সরদার, অসীমা ঘোষ, অধ্যাপক খান সালেহ আহমেদ, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, এডিডি ইন্টারন্যাশনাল এর প্রকল্প সমন্বয়কারী এহসানুল হক প্রমুখ।
,বক্তারা বলেন, গত কয়েকদিনে নারী ও শিশুর প্রতি যেধরনের সহিংসতা ও যৌন নির্যাতন সংঘটিত হয়েছে তা নতুন বাংলাদেশে কাম্য ছিলনা। এজন্য অতীতের বিচারহীনতাই দায়ী। নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ থাকলে হয়তো আজকে আমাদের এ ধরনের পরিস্থিতি দেখতে হতোনা। বক্তারা আরো বলেন, নারী ও শিশুর প্রতি সকল ধরেনর সহিংসতা সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ অবক্ষয় রোধে পরিবারসহ সকলকে এগিয়ে আসতে হবে। নৈতিকতার সর্বোচ্চ চর্চা করতে হবে। সেইসাথে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মানবন্ধন কর্মসূচিতে বাগেরহাটের সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.