• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারধর : প্রতিবাদে বাস চলাচল বন্ধ

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বগুড়া

বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে শহরের সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস ছেড়ে যায়নি।
জানা গেছে, বগুড়া শহরের স্টেশন রোডে মিতালী ফিলিং স্টেশনের পাশে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা চালকরা দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকেন। এতে ব্যবসায়ীদের ক্ষতি হলে মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারা অটোরিকশা রাখতে বাধা দেন। তখন অটোরিকশা চালকরা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর দেন। মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে এসে নারিকেল ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এ সময় নারিকেল ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করেন।
এতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন সাংবাদিকদের বলেন, নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গিয়ে হামলায় দুই মোটর শ্রমিক নেতা আহত হন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত সন্দেহ রতন নামে এক নারিকেল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এদিকে দুই শ্রমিক নেতার ওপর হামলা ও তাদের মারধরের প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকাল ৮টার দিকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। এরপর বগুড়া থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বগুড়া শহরের সাতমাথা, চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ড থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান জানান, দুই মোটর শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সকাল ৮টার দিকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বগুড়া থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই জেলা দিয়ে অন্য জেলার বাস চলাচল করছে। বর্তমানে তারা শহরের স্টেশন রোডে মোটর শ্রমিক ইউনিয়নে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও