আজ
|| ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
আইপিএলে বেঁধে দেয়া ১ ঘণ্টায় ফল না এলে ম্যাচ টাই
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫
প্রভাত স্পোর্টস
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠেছে অষ্টাদশ আইপিএলের। এবারের টুর্নামেন্টে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করেছে বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটে নেই এমন কিছু নিয়মও আইপিএলে দেখা যাবে। এর মধ্যে একটি দ্বিতীয় ইনিংসের মাঝে নতুন বলের ব্যবহার। ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভার থেকে নেওয়া হবে নতুন বল। শেষদিকে যেন কুয়াশাজনিত কারণে তেমন প্রভাব না পড়ে তাই এই সিদ্ধান্ত। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো খেলায় শিশিরের প্রভাব কমানো, যা সাধারণত রাতের ম্যাচগুলোর পারফরম্যান্সে প্রভাব ফেলে। দ্বিতীয় বল ব্যবহারের নিয়মটি মূলত টসজয়ী দলের জন্য শিশিরের সুবিধা কমিয়ে একটি সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করার উদ্দেশে চালু করা হয়েছে। অবশ্য এমন নিয়মেরও অস্তিত্ব নেই আন্তর্জাতিক ক্রিকেটে। এদিকে, ফয়সালা না-ও হতে পারে ম্যাচের। অর্থাৎ টাই হতে পারে। দুই দল পেতে পারে একটি করে পয়েন্ট। আইপিএলে সুপার ওভার সংক্রান্ত নিয়মে বদল এনেছে বিসিসিআই। ম্যাচ যদি টাই হয় তাহলে সুপার ওভার হয়। সুপার ওভারও টাই হলে আরও একটি সুপার ওভার হয়। এতদিন নিয়ম ছিল, যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। তা আর হবে না।
বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ এক ঘণ্টা চলতে পারে সুপার ওভার। যদি তার মধ্যে ফলাফল না পাওয়া যায়, তাহলে ম্যাচটি টাই হিসাবে ঘোষিত হবে। দুই দল একটি করে পয়েন্ট পাবে। বোর্ড জানিয়েছে, মূল ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম সুপার ওভার শুরু করতে হবে। দু’দলের সুপার ওভার শেষ হওয়ার পর যদি ‘টাই’ হয়, তাহলে পরবর্তী সুপার ওভারগুলো শুরু করতে হবে পাঁচ মিনিটের মধ্যে। আরও বলা হয়েছে, যদি কোনও ব্যাটার প্রথম সুপার ওভারে আউট হন, তিনি দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। পাশাপাশি প্রথম সুপার ওভারে যে বোলার বল করেছেন, তিনি দ্বিতীয় সুপার ওভারে বল করতে পারবেন না। ২০১৯ সাল পর্যন্ত নিয়ম ছিল, মূল ম্যাচ ‘টাই’ হলে একটিই সুপার ওভার হবে। সুপার ওভার টাই হলে, যে দল বেশি চার-ছয় মেরেছে তারা জিতবে। পরে সেই নিয়মে বদল করে একাধিক সুপার ওভারের নিয়ম চালু হয়। এখন সেই সুপার ওভারের সময়ও বেঁধে দেয়া হলো।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.