আজ
|| ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
গরুর রহস্য উদঘাটনে ফারহান-সাফা কবির
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫
প্রভাত বিনোদন
সময়ের অন্যতম অভিনেতা মুশফিক আর ফারহানের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হাউ-কাউ’। এই গল্পের প্রায় পুরোটাজুড়েই রয়েছে গরু-রহস্য। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার। এ নাটকের শুরুতে প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক। আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু। ‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক।’
নির্মাতা একে পরাগ এ নাটকের বিষয়ে বলেন, ‘এটা একটা প্রেমের গল্প। মফস্বল শহরের প্রেম। এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প। গল্পটাতে প্রেম আছে। প্রেমের জন্য পাগলামি আছে। দর্শকরা দেখে মজা পাবেন।’ ‘হাউ-কাউ’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পুর কথায়, ‘ঈদে ১৪টি বিশেষ নাটকের আয়োজন থাকছে সিএমভি’র ব্যানারে। যার সবগুলোই তারকাখচিত বড় বাজেটের প্রজেক্ট। চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এগুলো উন্মুক্ত হবে ধারাবাহিকভাবে।’প্রসঙ্গত, বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। নির্মাণ করেছেন পরাগ নিজেই। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন- সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.