• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি, মধ্যরাতে বিএনপির চার নেতা বহিষ্কার আরপিও সংশোধন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’ একজন প্রার্থী ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, অধ্যাদেশ জারি নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-১৭ আসনে নির্বাচনী আলোচনায় হিরো আলম ও আন্দালিব রহমান পার্থ সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই, দেশে ফিরে জামায়াত আমির এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম জারা দুইটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও একটির কার্যক্রম বন্ধ ঘোষণা শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন যেভাবে

বরিশালে কেজিতে মুরগির দাম বেড়েছে ৫০ টাকা

প্রভাত রিপোর্ট / ২৭৪ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বরিশাল

বরিশালের বাজারে সবজি সাধারণের নাগালে থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ৫০ টাকা। গতকাল সোমবার সকালে বরিশালের বিভিন্ন সবজির বাজার ও আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি ১৬৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২১৫ টাকায়। এছাড়া লেয়ার ৩৩০ ও সোনালি মুরগি ৩০৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হয়েছে। বরিশালের বাজারে সবজি সাধারণের নাগালে থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ৫০ টাকা
পাইকারি সবজিবাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি কেজি ১২ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২২ টাকা করে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা ৪৫ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, বেগুন ৪৫ টাকা ও কাঁচা মরিচ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় সকল সবজির দাম কমে সাধারণের নাগালের মধ্যে চলে এসেছে।
বরিশালে সবজির একমাত্র পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিন শুভ জানান, গত এক মাস সবজির দাম কম। এর মূল কারণ এবার দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হয়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সবজি কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন খরচের দোহাই দিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে দ্বিগুণ মূল্যে খুচরা বাজারে বিক্রি করেন।
বরিশালের বাজারে সবজি সাধারণের নাগালে থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ৫০ টাকা
নগরীর বাংলাবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর তা পরিবহন ও শ্রমিকের ব্যয় রয়েছে। বাজারে সবজি নিয়ে বসলে সেখানে আলাদা খরচ দিতে হয়। পাশাপাশি বিদ্যুৎ বিলের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় সবজি নষ্ট হলে লোকসান গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারের তুলনা হয় না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও