• মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শোক শক্তিতে রূপান্তরিত করে তা দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে ‘হামলা’ যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা দুর্গাপুরে দুরন্ত মডেল একাডেমিতে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ৪২ প্রার্থীর রিমান্ড আদেশের ৫ ঘণ্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ; প্রায় ৮ লাখ টাকার ক্ষতি কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন: জামায়াত নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

রাশমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব : সালমান

প্রভাত রিপোর্ট / ১৪১ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার সিনেমা। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করল এই দুই তারকা। সালমান খানের বয়স যেখানে ৫৯ বছর সেখানে রাশমিকার বয়স মাত্র ২৮। ৩১ বছরের এই লম্বা বয়সের ফারাক বহু দর্শককে অস্বস্তিতে ফেলেছে। সিকান্দর -এর প্রথম ঝলক মুক্তির পর থেকেই নিন্দুকসহ নেটপাড়ার একটি বড় অংশ এই বিষয়টি নিয়ে মন্তব্য শুরু করেছে। কেউ কেউ তাদের জুটিকে অসম বলেও মন্তব্য করেছে। সম্প্রতি ‘সিকান্দার’-এর ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান। যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঞ্চে তখন ‘সিকান্দার’-এর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান। পাশে দাঁড়িয়ে ছিলেন রাশমিকা।
প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সালমানকে তার ও রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মজার সুরে সালমান বলেন, ‘যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনও সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো?’
ক্যাটরিনা একের পর এক সন্তান জন্ম দিতেন, এটাই ওর জন্য ভালো কাজ’
এরপর অভিনেতা যোগ করেন, ‘আর একটা কথা…যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে…সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত মেয়ের মা-এর অনুমতি পেয়ে যাব। সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেঁটে পড়েন। সাংবাদিকও লজ্জায় হাসতে থাকেন। সালমান ও রাশমিকা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী এবং প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি) রয়েছেন ছবিতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও