আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার নূর আহমেদ
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
প্রভাত স্পোর্টস
আইপিএলের সবচেয়ে সফলতম দল তারা। ৫ বার শিরোপা জিতেছে। ১২ বার খেলেছে প্লে-অফ। চেন্নাই সুপার কিংসকে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল অনায়াসে বলা চলে। গেল আসরে মুস্তাফিজুর রহমান সেই দলে জায়গা পাওয়ার পর থেকেই ছিল আলাদা উন্মাদনা। মুস্তাফিজও চেন্নাই শিবিরকে নিরাশ করেননি।
বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন ২২ রান খরচায় ৪ উইকেট। মনে হতে পারে, এক বছর আগের সেই স্মৃতিকে উসকে দেয়ার কারণ কী হতে পারে। আসলে মুস্তাফিজ আইপিএলে নিজের সেই স্পেল দিয়েই যে রেকর্ড গড়েছিলেন, এক বছরের মাথায় গতকাল তা ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ। আইপিএলে ২০০৮ সাল থেকেই আছে চেন্নাই সুপার কিংস। মাঝে ২ বছরের নিষেধাজ্ঞা ছাড়া খেলেছে সব আসরেই। আর দলটির হয়ে যত বোলার খেলেছেন, তাদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশের মুস্তাফিজের। ২২ রানে নিয়েছিলেন চার উইকেট। গতকাল নূর আহমেদ তার চেন্নাই অভিষেকেও পেয়েছেন ৪ উইকেট। তবে রান খরচ করেছেন ১৮। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন নূর।
চেন্নাইয়ের হয়ে অভিষেকে সেরা বোলিং স্পেল : ১৮/৪ - নূর আহমেদ, প্রতিপক্ষ- মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৫) , ২২-৪ - মুস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪) ৩৬/৩ - রাজাবর্ধন হাঙ্গারগেকার, প্রতিপক্ষ - গুজরাট টাইটান্স (২০২৩)। নূর আহমেদ গতকাল শিকার করেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিঞ্জ এবং নামান ধীরের উইকেট। তার ওই স্পেলের সুবাদেই মাত্র ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ব্যাটিং। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও হন নূর আহমেদ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.