আজ
|| ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
হৃতিককে নিয়ে আপত্তিকর মন্তব্য নওয়াজউদ্দিন
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
প্রভাত বিনোদন
নিয়েছেন দর্শকদের। একের পর এক ছবি, ওয়েব সিরিজে তার চরিত্রকে দর্শকদের কাছে এমনভাবে ফুটিয়ে তুলেছে যা অনুরাগীদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। গ্যাংস অফ ওয়াসেপুর', 'বদলাপুর', রমন রাঘব ২.০' এর মতো জনপ্রিয় ছবিতে নওয়াজের অভিনয়ের তারিফ কুড়িয়েছে। অন্যদিকে 'স্যাক্রেড গেমস'-এর মতো ওয়েব সিরিজে তার কাজে মজেছেন দর্শক। নওয়াজউদ্দিন সিদ্দিকী ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার অসাধারণ প্রতিভার পরেও, তিনি প্রায়শই চেহারার কারণে বৈষম্যের সম্মুখীন হয়েছেন। পুরো ক্যারিয়ারজুড়ে ইন্ডাস্ট্রিতে অভিনেতার বিরুদ্ধে থাকা এ ধরনের পক্ষপাতিত্বের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন, যার মধ্যে একবার বলা হয়েছিল যে, তাকে 'অভিনেতা'র মতো দেখায় না।
সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নওয়াজ তা ‘চেহারা’ নিয়ে খানিক হতাশা প্রকাশ করেন। মজার ছলে বলেছেন, ‘আরে ভাই, আমি কিছুতেই বুঝি না কেন আমাকে বলা হয় বলিউডের নায়ক হাসবে আমি অন্যরকম দেখতে? কোনদিক থেকে অন্যরকম? ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষদের মতোই তো দেখতে আমি। আর পাঁচজন ভারতীয়র মতোই সাধারণ। বরং এই হিসেবে দেখতে গেলে, হৃতিক রোশনকেই আদতে অন্যরকম দেখতে! এর পাশাপাশি তিনি আরও একটি ঘটনার কথা জানান। নওয়াজ জানিয়েছেন, একবার নিজেরই একটি ছবির সেটে প্রবেশ করতে গিয়ে সেটের নিরাপত্তারক্ষীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। কারণ তার চেহারা দেখতে যেরকম, নিরাপত্তারক্ষী তাকে অভিনেতা ভাবতেই পারেননি। যা তার সাধারণ চেহারা সম্পর্কে আরও একটি হাস্যকর উদাহরণ।
অভিনেতার কথায়, “এটাই বরং ভালো। আমি জানি কীভাবে ভিড়ে মিশে যেতে হয়, আর সেটা যথেষ্ট উপভোগও করি। আমার ব্যক্তিত্ব এমনই। আর এই বিষয়টার সুবিধাও নিই...”। ফিল্মি ক্যারিয়ারে শুরুর দিকে নিজের চেহারার জন্য নানা মানুষের অপছন্দের শিকার হলেও, নওয়াজের সাফল্যই প্রমাণ করে যে প্রতিভাই আসল। সেটাই শেষ কথা বলে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.