আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
পিএসএল রিপ্লেসমেন্ট ড্রাফটে নাহিদ-লিটনদের বিকল্প কারা?
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
প্রভাত স্পোর্টস
কারো আছে এনওসি অনিশ্চয়তা, কেউ আবার নামই প্রত্যাহার করে নিয়েছেন পিএসএল থেকে। মূল ড্রাফটের পরেও তাই পিএসএলে অনিশ্চিত ছিলেন অনেকেই। তাদের সেই জায়গাগুলোতেই নতুন কাউকে বেছে নিতে হতো পাকিস্তান সুপার লিগের দলগুলোকে। আর সেজন্যই গতকাল ভার্চুয়ালি হয়ে গেল পিএসএল রিপ্লেসমেন্ট ড্রাফট। কয়েকজন খেলোয়াড় পুরো মৌসুম বা আংশিক সময়ের জন্য অনুপস্থিত থাকায়, ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে বেশকিছু পরিবর্তন এনেছে। যদিও তাদের সেই পরিবর্তনের তালিকায় নেই বাংলাদেশের নাহিদ রানা এবং লিটন দাসের নাম। নাহিদের জন্য পেশোয়ার এবং লিটনের জন্য করাচি তাদের স্কোয়াডে নতুন কাউকে যোগ করেনি।
পেশোয়ার জালমি এদিন করবিন বশের জন্য দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে স্কোয়াডে যুক্ত করেছে। লিন্ডে পুরো মৌসুমের জন্য দলে যোগ দেবেন। পিএসএল ছেড়ে করবিন বশ আকস্মিকভাবে আইপিএলে যোগ দিয়েছিলেন দিনকয়েক আগে। তবে গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানার জন্য তাদের বদলি নির্বাচন সংরক্ষিত রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে দলে টেনেছে ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টের কিছু অংশের জন্য রাসি ভ্যান ডার ডুসেনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অজি এই উইকেটরক্ষক ব্যাটার। করাচি কিংস সিলভার ক্যাটাগরির খেলোয়াড় লিটন দাসের জন্য কাউকে নতুন করে দলে নেয়নি। লিটন এবং নাহিদ রানার বিকল্প নিতে দলগুলো টুর্নামেন্ট চলাকালীন প্রয়োজন অনুযায়ী দলে পরিবর্তন আনার জন্য অপেক্ষা করবে। সব মিলিয়ে পাঁচজন খেলোয়াড় কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। তারা হলেন: নাহিদ রানা (পেশোয়ার জালমি, গোল্ড ক্যাটাগরি), লিটন দাস (করাচি কিংস, সিলভার ক্যাটাগরি), রাসি ভ্যান ডার ডুসেন (ইসলামাবাদ ইউনাইটেড), মার্ক চ্যাপম্যান (কোয়েটা গ্ল্যাডিয়েটরস, প্লাটিনাম ক্যাটাগরি), কেইন উইলিয়ামসন (করাচি কিংস)।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.