আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেয়া হয়নি তিশার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
প্রভাত বিনোদন
‘নাটক, সিনেমার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, ১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। বিটিভির কাজ একটা নির্দিষ্ট সময় পর পর করতে হয়। তাদের নিজস্ব অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকে। তবে বিষয়টি মোটেও এমন না যে আমার কাছে প্রস্তাব আসেনি। কয়েকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলে নাই বলে করা সম্ভব হয়নি।’ বলছিলেন নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ বিরতির পর তাঁর বাংলাদেশ টেলিভিশনে ফেরার কথা তো শিরোনাম দেখেই বুঝে গেছেন। ছোটবেলা থেকে নাচ, গান, অভিনয়; সবই করেছেন তিশা। তবে পরের দিকে অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন। ঈদে প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এই অনুষ্ঠানেই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এই নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। গত রোববার ছিল শেষ দিনের মহড়া। সোমবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা রয়েছে তিশার। তিশা জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে সংগীতশিল্পী রুনা লায়লাকে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.