• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ফোরামে যোগ দিল ব্র্যাক ইউনিভার্সিটি তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, মেরুল বাড্ডায় বাসে আগুন শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে আহত জুলাইযোদ্ধারা শেখ হাসিনা-কামাল খালাস পাবেন, প্রত্যাশা স্টেট ডিফেন্সের শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন কঠোর নিরাপত্তা বলয়ে আদালতপাড়া, চার বাহিনীর কড়া অবস্থান ও তল্লাশি  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

বরগুনায় ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ৭টি দোকানঘর পুড়ে ছাই

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বরগুনা

বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় রাতের আঁধারে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ রাজনৈতিক কোন্দলে আগুন দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে মিলন গাজীর দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে নজরে আসে স্থানীয়দের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, মনোহরি, জ্বালানি তেল, গ্যাস, বিকাশ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন ধরনের দোকান ছিল।
এ বিষয়ে ব্যবসায়ী মিলন গাজী বলেন, ‘আমি আওয়ামী লীগ করায় আমার দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে আমার দোকানে আগুন দিতে আসছিল তখন পারে নাই। মাঝেমধ্যে হুমকি দিতো তবে আজ আমার দোকানঘরটি ঠিকই পুড়িয়ে দিয়েছে। আমার সবকিছু কেড়ে নিলো ওরা।’
আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ থেকে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দোকানে জ্বালানি তেল (পেট্রোল) গ্যাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা তথ্য নেওয়ার সময় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা হয়নি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তবে কারও বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ পেলে পরবর্তীতে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও