আজ
|| ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ইফতারে গিয়ে কাফের মন্তব্য শুনলেন গায়ক শান
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫
প্রভাত বিনোদন
পবিত্র রমজান মাস চলছে। দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আমজনতার পাশাপাশি তারকামহলেও ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে। এমন আবহেই সম্প্রতি মুম্বাইয়ের খ্যাতনামা পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শান। রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন গায়ক। বিশেষ করে নেটপাড়ার নজর কেড়েছে শানের সাজপোশাক। তবে একাংশ আবার ইফতার পার্টিতে গায়ককে দেখে গর্জে উঠেছেন! ‘হিন্দু হয়ে ইফতারে কেন?’, প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েননি তারা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, ২০০৬ সালের ‘ফানাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ সিফারিশ’ গাইছেন শান। সেই গান ধরেই আসিফ ভামলার ইফতার পার্টি মাতিয়ে দেন গায়ক। পরনে সাদা কুর্তা-পাজামা। গলায় সবুজ উত্তরীয়। মাথায় সাদা কাশ্মীরি টুপি। হাসিমুখে সকলের সঙ্গে আলাপচারিতা সেরে অনুরাগীদের সেলফির আবদার মেটাতেও দেখা যায় শানকে। শানের সেই সৌহার্দমূলক ভিডিও দেখে যখন অনুরাগীরা ধন্য ধন্য করছে, তখন নেটপাড়ার একাংশ ‘ধর্ম’ নিয়ে কটাক্ষ শুরু করেছে। কারও মন্তব্য, ‘মুসলিম ধর্মে গান গাওয়া হারাম।’ কারও কটাক্ষ, ‘হিন্দুরাই এভাবে হিন্দুদের শত্রু হয়ে ওঠে।’ কেউ বলছেন, ‘হাতে কোনও কাজ নেই আপনাদের, ইফতারে কেন গিয়েছেন?’ কেউ তাকে ‘পাকিস্তানি কাফের’ বলেও কটাক্ষ করেছেন।
এমন অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট বক্স। তবে ইফতারে হাজির হওয়ায় প্রশংসাও অবশ্য কম কুড়াননি শান। গায়ক নিজে কোনও প্রতিক্রিয়া না দিলেও তার অনুরাগীরাই পাল্টা নিন্দুকদের মনে করিয়ে দিয়েছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’কয়েক দশকের ক্যারিয়ারে একাধিক হিট গান উপহার দিয়েছেন শান। যা বর্তমান চার্টবাস্টারে আজও রাজত্ব করে। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় ‘ব্যোম ব্যোম ভোলে’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। হোলির প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত যে গান বেশ প্রশংসা কুড়িয়েছিল।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.