আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
নাটোরের সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫
প্রভাত সংবাদদাতা, নাটোর
নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় শিশুটির মা ও প্রাইভেট কার চালক
বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময় শিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.