আজ
|| ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
জুমাতুল বিদায় মসজিদে উপচে পড়া ভিড়
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৫
প্রভাত রিপোর্ট
রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদায় প্রতিটি মসজিদে উপচে পড়া ভিড় দেখা গেছে। মসজিদে জায়গা না হওয়ায় অনেকে মসজিদের ছাদে, খোলা মাঠে, সড়কে জামাতে অংশ নেন। পছন্দের মসজিদে জুমার নামাজ ও মোনাজাতে অংশ নিতে আজানের আগেই মুসল্লিরা আসতে শুরু করেন। এবার শবে কদর ও জুমাতুল বিদা একসঙ্গে হওয়ায় বাবা-চাচা-মামার হাত ধরে মসজিদে আসে শিশু-কিশোররাও। তাদের হাতে ছিল জায়নামাজ। একই চিত্র রাজধানী ও জেলার সব মসজিদেরই। দেশের অনেক মসজিদের সামনে মুসল্লিদের সুবিধার্থে টুপি, তসবিহ, আতর, পাজামা, পাঞ্জাবি, ইসলামি বইয়ের ভাসমান দোকান বসেছে। আজ প্রতিটি মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি, গাজা ফিলিস্তিনসহ বিশ্বশান্তির জন্য মোনাজাতে দোয়া করা হয়।
জুমার পর মুসল্লিরা ছুটে যান স্বজনদের কবরস্থানে। সেখানে শায়িত দাদা-দাদি, নানা-নানি, মা-বাবাসহ স্বজনদের মাগফেরাতের জন্য দোয়া করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.