তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় অবাধে চলছে মাটি কাটার ধুম। গত দুইদিন ধরে মোজাম্মেল নামের ঠিকাদার অবৈধভাবে জোর করে অসহায় স্বপন দাসের বাড়ির মাটি কেটে কালভাটের এপ্রোজ সড়কের জন্য এই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে।
এখন সেটা হুমকির মুখে। মাটি কেটে নেওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে কোলা ইউনিয়নের ডাঃ মতিলাল দাসের ছেলে স্বপন দাস ও তার পরিবার । মাটি কেটে নেওয়ায় বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার,সাংবাদিকদের নিকট অভিযোগ করেছে অসহায় স্বপন দাস। তবে ওই অভিযোগে কারো নাম দেওয়া হয়নি।
সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় খালের ওপর নির্মিত কালভার্ট সেতুর একপাশে পাশে গা ঘেঁষে স্বপন দাসের পৈত্রিক বাড়ির মাটি কাটা হচ্ছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার ফলে এতে চরম হুমকির মুখে পড়েছে স্বপন দাসের পৈত্রিক বাড়ি, যেকোনো সময় ধসে পড়তে পারে এ বাড়িটি।
স্থানীয়দের অভিযোগ, কালভাটের এপ্রোজ সড়কের জন্য ঠিকাদার জোড় করে বাড়ির পাশ থেকে মাটি কেটে নিচ্ছেন ঠিকাদার। উপজেলা প্রশাসন কে দিয়ে কাজ বন্ধ করলেও উপজেলা পিআইও এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। পিআইও কোন ফোন রিসিভ করেন না। মাটি কাটা বন্ধ না করলে অতিমাত্রায় বৃষ্টি ও বর্ষায় স্বপন দাসের বাড়ি ভেঙ্গে খালে পরে যাওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে কোলা গ্রামর আজিজ হাওলাদার বলেন,ঠিকাদার জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ কালভাটের জন্য এপ্রোজ সড়কের মাটি ভরাটের কোন টাকা বরাদ্দ হয়নি ? কেন নিরিহ স্বপন দাসের বাড়ির মাটি কেটে এনে কালভাটের এপ্রোচ সড়ক তৈরী হচ্ছে।
স্বপন দাস বলেন,আমরা অসহায় গরীব মানুষ। জোর করে ঠিকাদার কালভাটের সড়কের জন্য আমার বাড়ির মাটি কেটে নিয়ে যাচ্ছে।। মাটি গভীরতা করে কাটার ফলে আমার ঘড় যেকোনো সময় ধসে যেতে পারে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদার বলেন আমি অবৈধভাবে কোন মাটি কাটিনি আমার কাটা মাটি স্বপন দাসের বাড়ির পাশে রেখে ছিলাম তা কেটে এনেছি মাত্র।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেওযা হয়েছে।