• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

সাইফকে নিয়ে আক্ষেপ কারিনার

প্রভাত রিপোর্ট / ১১৬ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন

বলিউডের চকোলেট বয় হিসেবে পরিচিত অভিনেতা রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে ঘর বাঁধার আগে অসংখ্য নারীর সঙ্গে ডুবে ডুবে জল খেয়েছেন। যদিও অভিনেতার জন্য সেসব এখন বদভ্যাসগুলো পাল্টে একজন ভালো বাবা ও স্বামী হিসেবে নিজেকে চেনাতেই ভালোবাসেন। অতীত। একবার কারিনা কাপুরের একটি শো-এ এসে এরকমটাই জানিয়েছিলেন রণবীর। যা শুনে কারিনাও জানিয়েছিলেন ব্যক্তিজীবনের কথা। জানিয়েছেন, সাইফ আলি খান একটি রাতও নাকি কাটাননি তার সঙ্গে! এর আগে রণবীর বলেছেন, ‘আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।’
রণবীরের কথা শুনে তার অনুরাগীরাও মুগ্ধ হয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, ‘বিয়ের পরে সত্যিই বদলে গেছে রণবীর। আর এই শুনে রণবীরের ভূয়সী প্রশংসা করেন কারিনা, সঙ্গে সাইফকে নিয়ে আক্ষেপও করেন। তিনি বলেন, ‘তার মানে তুমি স্বামী হিসেবে খুবই ভালো। অথচ সাইফকে দেখো, একটা রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।’ ২০২২-এর নভেম্বর মাসে প্রথম সন্তান রাহা আসে আলিয়া ও রণবীরের জীবনে। সে বছরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। অন্যদিকে, কারিনা ও সাইফের এই মুহূর্তে দুই সন্তান— তৈমুর ও জেহর মা-বাবা। ২০১৬ সালের ডিসেম্বরে কারিনা-সাইফের কোলে আসে তৈমুর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে জেহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও