• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ফোরামে যোগ দিল ব্র্যাক ইউনিভার্সিটি তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, মেরুল বাড্ডায় বাসে আগুন শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে আহত জুলাইযোদ্ধারা শেখ হাসিনা-কামাল খালাস পাবেন, প্রত্যাশা স্টেট ডিফেন্সের শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন কঠোর নিরাপত্তা বলয়ে আদালতপাড়া, চার বাহিনীর কড়া অবস্থান ও তল্লাশি  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
ট্রেনে ফিরতি যাত্রা

স্বস্তিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট : ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে শনিবার (৫ এপ্রিল)। আগামীকাল থেকে অফিস শুরু হবে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। শুক্রবার ঈদের পঞ্চম দিন পার হলেও ঢাকায় ফেরা মানুষের তেমন ভিড় দেখা যায়নি। তবে আজ সকাল থেকেই যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে কমলাপুর অভিমুখী প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের অতিরিক্ত চাপ। অর্থাৎ ট্রেনযোগে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বেড়েছে। সড়কপথে বাড়তি ভোগান্তি (যানজট) এড়াতে কর্মজীবীরা ট্রেনকেই বেছে নিয়েছেন। ঈদের আগে-পরে শিডিউল বিপর্যয়ও ছিল না। এতে বেশ সাচ্ছন্দ্যে যাতায়াত করেছেন যাত্রীরা। তবে আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দেরিতে পৌঁছানোর কারণে লালমনিরহাট অভিমুখী বুড়িমারী এক্সপ্রেস তিন ঘণ্টা এবং রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে শুধু ঢাকায় মানুষ ফিরছেন না, কিছু মানুষকে ঢাকা ছাড়তেও দেখা গেছে।
নকশিকাঁথা এক্সপ্রেসের যাত্রী হাবিবা সুলতানা বলেন, ঈদের আগে আমরা গ্রামে যেতে পারিনি। আমার বেবি খুলনা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। এ কারণে তাকে ঢাকায় কোচিং করিয়েছি। আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা, কোচিংও বন্ধ। এখন গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছি।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী শফিকুল ইসলাম বলেন, আমি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করি। ঈদের আগে আমাদের ছুটি ছিল না, এখন ছুটি পেয়েছি। গ্রামে বাবা-মা আছেন তাদের জন্য এখন যাচ্ছি। যদিও আগেই তাদের জন্য কেনাকাটা করে পাঠিয়েছি।
এবারের ট্রেনযোগে ফিরতি যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেসের যাত্রী মুস্তাফিজুর রহমান বলেন, আগামীকাল থেকে অফিস শুরু। এ কারণে ভিড় বেড়েছে। তবে বাড়তি কোনো ভোগান্তি না থাকায় ভালোভাবেই চলে আসতে পেরেছি। ঈদের আগেও কোনো সমস্যা হয়নি, এভাবে যেন আগামীতেও যাত্রীরা আসা-যাওয়া করতে পারে সে প্রত্যাশা।
এদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে দেরিতে পৌঁছানোর কারণে দুই ট্রেন বিলম্বে কমলাপুর ছেড়ে যায়। এর মধ্যে রয়েছে- লালমনিরহাট অভিমুখী বুড়িমারী এক্সপ্রেস তিন ঘণ্টা এবং রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেন এক ঘণ। এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। দেরির কারণ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওয়াশে যায়। দ্রুত ওয়াশ শেষ করেই ছাড়া হয়। তবে দেরিতে পৌঁছালে কারোই কিছু করার থাকে না।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আজ শনিবার রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস কিছুটা বিলম্বে ছেড়েছে। এ ট্রেনগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনে দেরিতে পৌঁছানোর কারণে দেরিতে ছাড়া হয়েছে।
আজ কতগুলো ট্রেন আসা-যাওয়া করবে এ বিষয়ে তিনি বলেন, আজ আন্তঃনগর, লোকাল ও ঈদ স্পেশাল মিলে মোট ৭০ জোড়া ট্রেন চলাচল করছে সারা দেশে। অর্থাৎ ৭০টি ট্রেন কমলাপুর আসবে এবং ৭০টি ট্রেন সারা দেশের উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও