আজ
|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ঈদে ৮ দিনে ১১০ সড়ক দুর্ঘটনায় ১৩২ মৃত্যু: বিআরটিএ
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর তথ্যমতে, ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে ঢাকা বিভাগে। এই সময় ২৭টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩২ জন। দুর্ঘটনার সংখ্যার দিক থেকেও ঢাকা শীর্ষে রয়েছে।
চলতি বছর ঈদের ছুটি শুরু হয় ২৮ মার্চ এবং শেষ হয় ৫ এপ্রিল। প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রা ঘিরে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। তবে বিআরটিএ বলছে, আগের ঈদগুলোর তুলনায় এবার মৃত্যুর সংখ্যা কিছুটা কম। গত বছরের কোরবানির ঈদের (১১–২৩ জুন) ছুটিতে সারা দেশে ২৩৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৩০ জন, আহত হয়েছিলেন ৩০১ জন। এর আগের রোজার ঈদে (৪–২০ এপ্রিল ২০২৩) ১৭ দিনে ২৮৬টি দুর্ঘটনায় মারা যান ৩২০ জন এবং আহত হন ৪৬২ জন।
চলতি বছরের প্রতিবেদনে দেখা যায়, ঈদের দিন ৩১ মার্চই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। ওইদিন ১৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়। পরদিন ১ এপ্রিল প্রাণ হারান আরও ১৯ জন এবং ২ এপ্রিল মারা যান ২২ জন। ২ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে ১১ জন নিহত হন, যা এ বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।
ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৩১ জন মারা যান। অন্যান্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ২৩ জন, রাজশাহীতে ১৪ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১০ জন নিহত হন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট (৫ জন) ও বরিশাল (৬ জন) বিভাগে। বিআরটিএ প্রতিদিন তাদের ওয়েবসাইটে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে থাকে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.