• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম

কোনাপাড়ার মিনি কক্সবাজারে দর্শনার্থীদের ভিড়

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট : ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে। ছুটির শেষ দিকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়। রাজধানী ছাড়াও আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল এমন চিত্র। রাজধানীর অদূরে ডেমরা কোনাপাড়া এলাকায় অবস্থিত ‘মিনি কক্সবাজার’ ঈদের ছুটিতে ছিল জমজমাট।
শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, শিশুদের রাইডগুলোতেই বেশি ভিড় ছিল। ডেমরা কোনাপাড়া এলাকায় অবস্থিত এই মিনি কক্সবাজার সারা বছর ধরেই দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে স্কুল ছুটি ও ঈদের কারণে ছুটির প্রতিদিন সকাল থেকেই সেখানে ভিড় বাড়তে থাকে।
শিশুদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে মিনি কক্সবাজারে। কোনাপাড়া এলাকার এই বিনোদন কেন্দ্রটির কারণে আশেপাশের এলাকার লোকজনও ভিড় করেন। মাতুয়াইল, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার, বনশ্রী, রামপুরাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। ড্রাগন ট্রেন, স্লিপার, নাগরদোলা, ট্রেন, ইলেকট্রিক নৌকা, পুকুরে বোট ইত্যাদি রাইডে শিশুরা উপভোগ করে।
ডেমরা বামৈল এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, কোনাপাড়া মিনি কক্সবাজার আমাদের আশেপাশে থাকায় আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। এখানে রাইডের টিকিটের দাম কম, তাই আমার বাচ্চাদের সবগুলো রাইডে ঘুরিয়েছি। শিশু পার্ক দীর্ঘদিন সংস্কারের কারণে বন্ধ থাকায় সেখানেও নিয়ে যেতে পারছি না। তাই বাড়ির কাছে এই বিনোদন কেন্দ্র থাকায় এখানে এলাম।
কোনাপাড়া মিনি কক্সবাজারের রাইড মালিক মামুন মিয়া জানান, ঈদের দিন থেকে এখানে দর্শনার্থীদের ভিড় বেড়েছে, তবে সকালে তেমন ভিড় থাকে না। বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে উপচে পড়া ভিড় থাকে।
রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির আমেজে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরা দিয়াবাড়ির নৈসর্গিক সৌন্দর্য, মেট্রোরেল ভ্রমণ, হাতিলঝিল, নভো থিয়েটার, বিমান জাদুঘর, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী মানুষ আনন্দে মেতে ওঠে। বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন যেমন ভিড় ছিল, ছুটির শেষের দিনও তার কমতি ছিল না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও