আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
চাকরি পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে বিডিআর সদস্যদের অবস্থান
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট
ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার (৬ এপ্রিল) রাজধানীর জিগাতলায় অবস্থিত পিলখানার বিজিবি ৪নং গেটের সামনে অবস্থান নেন তারা। এদিন সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলা আশপাশের অবস্থা নিয়ে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বাহলের দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিজিবি সদর দফতরে ৪নং গেটের সামনে অবস্থান নিয়েছেন। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে আসা বিডিআর সদস্য তারেক আজিজ বলেন, বিজিবি হেডকোয়ার্টারের ৪নং গেটের সামনে আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনও বিশৃঙ্খলা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.