আজ
|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্যতম জনপ্রিয় মেট গালা ফ্যাশন শো-এ ডেবিউ হতে চলেছে তার। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন।
বলা যায়, স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম শুরু করেন কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারো কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়।
গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। বলা যাচ্ছে, এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই; এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.