আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার-১
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাহ্ফুজ খা (১৯) কে আটক করেছে পুলিশ। উপজেলার টেংরাখালী আলিয়া মাদ্রাসায় এঘটনা ঘটেছে। আটক মাহ্ফুজ খা আলিয়া মাদ্রাসার নাইটগার্ড কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আলমগীর খাঁর ছেলে।
শিশুটির মা তানজিলা খাতুন জানান, সোমবার দুপুরে তার শিশু কন্যা ৯ বছর সহ ৮ বছর ও ৬ বছর বয়সী তিন শিশু কন্যা টেংরাখালী আলিয়া মাদ্রাসার পাশের গাছে আম পাড়তে যায়। তার কন্যা আম পাড়ার জন্য গাছে ওঠে। আপর দুজন নিচে দাড়িয়ে থাকে। এসময় মাহ্ফুজ খাঁ শিশুদের দেখে ভয়ভিতিদেয় দিলে নিচের শিশু দুই জন চলে যায়। এরপর তার কন্যা গাছে থাকে নেমে আসলে মাহফুজ খাঁ তার মুখ চেপে ধরে মাদ্রসার ১তলা বিল্ডিং এর একটি রুমে নিয়ে স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও তাকে ধর্ষণের চেষ্টা করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগ ভিত্তিতে মাহ্ফুজ খাঁকে আটক করা হছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.