• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাউথইস্ট ব্যাংক-১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না ডেমরায় নীতিমালা ভঙ্গকারী নির্মানাধীন ভবন উচ্ছেদ করতে রাজউকের অভিযান লক্ষীপুর পৌরসভার ৩৪ টি নাগরিক সুবিধা অনলাইন উদ্বোধন পীরগঞ্জ পুর্ব চৌরাস্তায় ব্যবসায়ীদের বার্ষিক সভা অনুষ্ঠিত পীরগঞ্জ বৈরচুনায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক-৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি : আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তারাকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ও মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, গত চার দিন আগে বারেকের গোষ্ঠীর শাহারুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। সিএনজিচালিত অটোরিকশার মালিক শাহারুলের দাবি, চান্দের গোষ্ঠীর আমির আলী লোকজন এটি চুরি করেছে। বিষয়টি আমির আলী প্রত্যাখ্যান ও প্রতিবাদ করে। এ নিয়ে শাহারুল ও আমির আলীর মধ্যে সোমবার সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার রাতে প্রথম দফায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। মঙ্গলবার সকালে আবারও একই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরাইল থানার এসআই কবির হোসেন জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও