আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চার প্রতিষ্ঠান-ব্যক্তির হাতে সম্মাননা তুলে দিলেন প্রধান উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: বিনিয়োগ সম্মেলন ২০২৫ -এ দেশের বিনিয়োগে অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা এবং একজন বিদেশি নাগরিককে সম্মাননা হিসেবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এর আয়োজনে ৭ এপ্রিল থেকে চলছে এ সম্মেলন। আজ ছিল মূল উদ্বোধনী পর্ব।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), ইএসজি ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালসকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কিহাক সাং চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা, ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী কিহাক সাং কে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়
Copyright © 2025 প্রভাত. All rights reserved.