আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত দুই
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) রাত ২টায় মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ঢাকা যাচ্ছিল একটি রাবারের কেমিক্যালবাহী ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ডভ্যান। এ সময় একটি আরেকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও ট্রাক চালকের সহযোগী নিহত হয়। ট্রাকের চালক ও কাভার্ডভ্যান চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, রাত প্রায় ২টায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুই জনের লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে অবস্থাও গুরুতর দেখেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.