• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

চালু হচ্ছে শেরপুর সরকারি কলেজের বাস, বঞ্চিত নালিতাবাড়ীর শিক্ষার্থীরা

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

খন্দকার আব্দুল আলিম, নালিতাবাড়ী: দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এ সেবার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ চারটি রুটে বাস চালুর উদ্যোগ নিয়েছে। তবে নালিতাবাড়ী উপজেলার শিক্ষার্থীদের জন্য এখনো কোনো বাস রুট নির্ধারণ করা হয়নি, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শেরপুর সরকারি কলেজের পড়ুয়া নালিতাবাড়ীর শিক্ষার্থীরা।
চারটি রুটে যাত্রা শুরু: কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে চারটি বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঝিনাইগাতী, শ্রীবরদী, নকলা ও শেরপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে চলবে এই বাস। তবে নালিতাবাড়ী উপজেলার কোনো স্থান এ রুটে অন্তর্ভুক্ত না হওয়ায় সে উপজেলার শিক্ষার্থীরা নিজেদের ‘বঞ্চিত’ মনে করছেন।
নালিতাবাড়ী থেকে প্রতিদিন কলেজে যাতায়াত করেন এমন কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরাও তো কলেজের শিক্ষার্থী। অন্য উপজেলা থেকে বাস চললেও আমাদের রুটে কেন থাকবে না? নালিতাবাড়ী থেকেও বহু শিক্ষার্থী আসে প্রতিদিন।”
তারা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে নালিতাবাড়ীকেও বাস সেবার আওতায় আনবে।
যে রুটে বাসগুলো চলাচল করবে:
রুট নম্বর- ০১: ঝিনাইগাতী বাজার- আহম্মদনগর- পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ- কাঠালতলী- কোয়ারী রোড- জুলগাঁও নতুন সড়ক- কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর- শেরপুর সরকারি কলেজ।
রুট নম্বর- ০২: শেরপুর ব্রিজ (ব্রহ্মপুত্র সেতু)- ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক- বটতলা- কুসুমহাটী- শেরী ব্রিজ- শেরপুর সরকারি কলেজ।
রুট নম্বর- ০৩: মাঝপাড়া- বটতলা- শ্রী বরদী বাজার- মাটিয়াকুড়া- গাবতলী- তেনাচিড়া বিজ্র – ভারেরা- কুরুয়া বাজার- কুড়িকাহনিয়া বাজার- ইন্দিলপুর বাজার- চিথলিয়া- আখের মাহমুদ বাজার- খোয়ারপাড়- শেরপুর সরকারি কলেজ।
রুট নম্বর- ০৪: গৌড়দ্বার- পাইস্কা মোড়- নকলা হলপট্টি- গণপদ্দী বাজার- তারাকান্দি বাজার- কানাশাখোলা বাজার- অষ্টমীতলা- শেরপুর সরকারি কলেজ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও