আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মসলা ও মিষ্টিতে ভেজাল, ৬৫ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা, চাঁদপুর : চাঁদপুরে হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল প্রমাণিত হওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের পুরান বাজারে বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‘শহরের পুরান বাজারে তদারকি অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে রঙ, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।’ অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.