• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

শেরপুরে শুরু হলো এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা

প্রভাত রিপোর্ট / ৬৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
{"data":{"pictureId":"b15a6a79f534481bb78eae83ed9ffedc","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

মোঃ নমশের আলম, শেরপুর : সারাদেশের মতো বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শেরপুর জেলাতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল সমমান পরীক্ষা। জেলার সদরসহ পাঁচটি উপজেলায় ৪৩টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪,১০১ জন পরীক্ষার্থী। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে মোট ৩১টি কেন্দ্রে। দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,০১৬ জন এবং ভোকেশনালে অংশ নিচ্ছে ১,৩১২ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার জন্য রয়েছে ৫টি কেন্দ্র এবং ভোকেশনালের জন্য ৭টি কেন্দ্র। এর মধ্যে সদর উপজেলায় এসএসসিতে: ৯ টি কেন্দ্রে ৪,৮৭৬ জন, দাখিল: ১টি কেন্দ্রে ৭৯৪ জন, ভোকেশনাল: ১টি কেন্দ্রে ৩২৭ জন পরীক্ষার্থী। নকলা উপজেলা: এসএসসি: ২,৮৪৯ জন, কেন্দ্র: ৮টি, দাখিল: ৬২৫ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ১৩৬ জন, কেন্দ্র: ১টি।নালিতাবাড়ী উপজেলা: এসএসসি: ১,৮৮৬ জন, কেন্দ্র: ৪টি, দাখিল: ৬৩৩ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ২১০ জন, কেন্দ্র: ২টি।
শ্রীবরদী উপজেলা: এসএসসি: ২,৬১০ জন, কেন্দ্র: ৫টি, দাখিল: ৫৭৪ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ২২৫ জন, কেন্দ্র: ২টি। ঝিনাইগাতী উপজেলা: এসএসসি: ১,৮৮৩ জন, কেন্দ্র: ৫টি, দাখিল: ৩৯০ জন, কেন্দ্র: ১টি, ভোকেশনাল: ১১৪ জন, কেন্দ্র: ১টি। পরীক্ষার দিনে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাও ছিল লক্ষণীয়।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ জানিয়েছে, পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং পরীক্ষাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও