• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেলেন নাহিদ রানা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: বিএসপিএ ১৯৬৪ সাল থেকে সংস্থাটি ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৪ সালের ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেয়া হয় এই স্বীকৃতি। যেখানে উদীয়মান ক্রীড়াবিদের (ক্রিকেট) পুরস্কার জিতেছেন পেসার নাহিদ রানা। অনুষ্ঠানে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তবে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার ও পেস সেনসেশন নাহিদকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। দর্শকের ভোটে তিনি এই পুরস্কার জিতেছেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রানা বলেন, ‘পুরস্কার না, আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কীভাবে ভালো করা যায়।’
চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট খেলেই রানা চলে যাবেন পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) খেলতে। এ প্রসঙ্গে ডানহাতি এই পেসার জানান, ‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও